শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে সাইদুলের স্বপ্ন, জড়িতদের শাস্তি দাবি

দুর্বৃত্তদের দেয়া আগুনে ব্যবসায়ী সাইদুল চৌকিদারের স্বপ্ন পুড়ে গেছে। সাইদুলের অভিযোগ পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠান আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাইদুল। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করছেন তিনি।
ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বাজারখালী স্লুইজগেট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে।

জানাগেছে, ২০১৩ সালে সাইদুল চৌকিদার উপজেলার বাজারখালী স্লুইজগেট এলাকায় মুদি-মনোহরদি ব্যবসা শুরু করে। এ দীর্ঘ সমেয় তিনি ব্যবসা প্রতিষ্ঠান বেশ জমিয়েছেন। এতে ঈর্ষান্বিত হয় স্থানীয় কিছু দুস্কৃতিকারী এমন অভিযোগ সাইদুলের। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যায়। ওই সুযোগে ওই দিন গভীর রাতে দুর্বৃত্ত্বরা দোকানের আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে তার দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা বলেন, আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা মিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তনে আনা হয়। কিন্তু ততক্ষনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

দোকান মালিক সাইদুল চৌকিদার বলেন, ১০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা আমার সব অর্জণ দুর্বৃত্ত্বদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি পথে বসে গেছি। আমার আর কিছুই রইল না। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্ত্বদের আইনের আওতায় এসে শাস্তি দাবী করছি।

আমতলী দমকল বাহিনীর ষ্টেশন লিডার গোলাম মোস্তাফা বলেন, দোকানে আগুনের সুত্রপাত নির্নয় করা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সুত্রপাত উদঘাটন করা হবে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ