শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই রাজনৈতিক দলের সমঝোতার বিষয়ে যা বললেন সিইসি

দেশের প্রধান দুই বড় রাজনৈতিক দলের সমঝোতার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে কথা হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে বিচারকদের ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব নিয়ে কথা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‌প্রধান বিচারপতি আমাদেরকে যথেষ্ঠ সময় দিয়েছেন। আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি বলেন, সাধারণ নির্বাচনে বিচারকরা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন। এটি উল্লেখ করে আমরা জানিয়েছি যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবার সিভিল কোর্ট ভ্যাকেশনের সময় হবে। সিভিল ভ্যাকেশনের কারণে ওই দায়িত্বটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের কাজটা পিছিয়ে যাবে। আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি এটি বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, গত নির্বাচনে ১২২টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল। নিম্ন আদালতের বিচারকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ