রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুঃখিত বললেন আজমত উল্লাহ, সন্তুষ্ট ইসি

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গাজীপুর সিটির মেয়রপ্রার্থী আজমত উল্লাহ খানের ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে আজমত উল্লাহর বক্তব্য শুনতে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

সেখানে উপস্থিত হয়ে আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন গাজীপুর সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী।

তিনি বলেন, ‘স্বজ্ঞানে আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি।’

এদিকে দুই দফা চিঠি দেবার পরেও আজমত উল্লাহর ব্যাখ্যায় সন্তুষ্ট নির্বাচন কমিশন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, একবার সুইচ দিয়ে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন সম্ভব নয়। তবে মেয়ারপ্রার্থী দুঃখিত ও অনুতপ্ত।

তবে অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না সে বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি।

মনোনায়নপত্র জমা দেয়ার শেষ দিনে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে নিয়ম ভেঙ্গে শোডাউনের অভিযোগ ওঠে। কদিন বাদেই আবারো সময়ের আগেই নির্বাচনি প্রচারনা চালানোর অভিযোগে আবারও চিঠি দেয়া হয় তাকে, তলব করা হয় কমিশন কার্যালয়ে। এরই প্রেক্ষিতে রোববার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে আসেন আজমত উল্লা। পুরো কমিশনের সামনে নিজের পক্ষে সাফাই দেন তিনি।

পরে তিসি সাংবাদিকদের জানান জেনেশুনে কোনো আচরণবিধি ভঙ্গ করেননি। তবে সতর্ক থাকবেন পরবর্তীতে।

এর আগে মন্ত্রী এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঁচ সিটি নির্বাচনে আচরণবিধি মেনে চলতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ