সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দায়িত্ব নিলো বিএসআরএফ’র নতুন কমিটি

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

মঙ্গলবার (২০ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি।

এসময় বিদায়ী সভাপতি তপন বিশ্বাস বলেন, আমি মনে করি আমরা সুনামের সাথে সংগঠন পরিচালনা করেছি। আগামী কমিটিও সুনামের সঙ্গে সংগঠনকে পরিচালনা করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

নবনির্বাচিত কমিটির সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, এতদিন যারা দায়িত্বে ছিলেন, তাদের কর্মকাণ্ড বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি সব সদস্যের সহযোগিতা চাই।

সদস্যদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, আপনাদের সহযোগিতায় গত দুই বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। একই পদে আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আগাগী দুই বছরও আপনাদের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই৷

এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।

সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হন প্রতিদিনের বাংলাদেশের ফসিহ উদ্দীন মাহতাব। সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। যুগ্ম-সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম।

অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হন- সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায়, রাইজিংবিডির আসাদ আল মাহমুদ, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, জনকণ্ঠের মাহমুদ আকাশ, মাই টিভির মো. রাকিব হাসান, ডেইলি অবজার্ভারের মহসীনুল করিম লেবু ও আজকের পত্রিকার আয়নাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ