মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

তোপের মুখে ঢাবিতে মানবতাবিরোধীদের ছবি নামিয়ে ফেলা হলো

ভিডিও থেকে নেওয়া ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে শুরু হওয়া ‘৩৬ জুলাই : আমরা থামব না’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি শিক্ষার্থীদের তোপের মুখে সরানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে টিএসসি থেকে প্রতীকী ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরবর্তী সময়ে সকাল সাড়ে ১১টায় দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্লোগান ও জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি।

যেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাঈদসহ শহীদদের ছবি।

ব্যাপক আলোচিত-সমালোচিত সেই প্রদর্শনী। তবে শিবিরের এ কর্মসূচিতে ‘বিচারিক হত্যাকাণ্ড’ নামে আয়োজিত এক প্রদর্শনী নিয়ে বাধে বিপত্তি। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সরেজমিন দেখা যায়, সেখানে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি প্রদর্শন করা হয়। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাহউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি ছিল সেখানে। তবে শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টোরিয়াল টিম পাঠিয়ে প্রদর্শনীর সমালোচিত এ অংশ বন্ধ করে দেয়।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি নামিয়ে ফেলা হচ্ছে।

ওই সব ভিডিওতে বলা হচ্ছিল, সাধারণ ছাত্ররা এসব ছবি নামিয়ে ফেলেছে। তবে একটি ভিডিওতে দেখা যায় প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে ছবি নামিয়ে ফেলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ