বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন লাখ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় জমি দখল!

তিন লাখ টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় মনির আকন, মাহতার প্যাদা, আলতাফ খান ও তাদের লোকজন জমি জোরপুর্বক দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জমি ক্রয় করে বিপাকে পরেছেন আমতলী উপজেলার সোনাখালী গ্রামের আব্দুল গাফফার। সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়ী আসতে পারছেন না। বাড়ীতে আসলে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা।

সোমবার বিকেলে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আব্দুল গাফফারের বাবা আব্দুল মান্নান। দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, আমার ছেলে আব্দুল গাফফার এ বছর ৩ জুলাই মোস্তফা আনোয়ার চৌধুরীর কাছ থেকে ২৬.৩৬ শতাংশ জমি ক্রয় করেছেন। আমার ছেলে ঢাকায় ব্যবসা করেন। জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় মনির আকন, মাহতাব প্যাদা ও আলতাফ খাঁন আমার ছেলের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। কিন্তু আমার ছেলে তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্দ হন তারা। শনিবার ওই জমি আমি চাষাবাদ করতে গেলে তারা আমাকে বাঁধা দেয়। পরে রোববার তারা ওই জমি জোরপুর্বক দখল করে চাষাবাদ করেছেন।

তিনি আরো অভিযোগ করেন, সন্ত্রাসীরা আমাকে ও আমার ছেলেকে পাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমার ছেলে বাড়ী আসতে পারছেন না এবং আমি বাড়ী থেকে বের হতে পারছি না। দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

স্থানীয় জলিল হাওলাদার বলেন, আব্দুল গাফফারের ক্রয় করা জমি মনির আকন, মাহতাব প্যাদা ও আলতাফ খাঁন জোরপুর্বক দখল করে চাষাবাদ করেছেন।

মনির আকন চাঁদা দাবীর কথা অস্বীকার করে বলেন, ওই জমি আমি দখল করে চাষাবাদ করিনি। জামাল নামের একজন চাষাবাদ করেছেন।

মোস্তফা আনোয়ার চৌধুরী বলেন, আব্দুল গাফফারের কাছে ২৬.৩৬ শতাংশ আমার জমি বিক্রি করেছি। ওই জমি অন্য কেউ দখল করতে পারেনা।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, একজনে ফোনে আমাকে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ