বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথে অবরোধ

ছবি: সংগৃহীত।

তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলছে।পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় এ অবরোধ কর্মসূচী পালিত হচ্ছে।

আজ শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে এই অবরোধ শুরু হয়। এতে করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

শুক্রবার বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি। শনিবার সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এ ছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ