তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নৌ-বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার তাদের নৌ-বাহিনীর সদস্যরা তালতলী থানা পুলিশে সোপর্দ করেছে। ওই দিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, তালতলী উপজেলার লঞ্চঘাট এলাকার পারভেজ ও রাজিব নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তালতলীর নৌ-বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় পারভেজ ও রাজিব নামের দুই মাদক বিক্রেতাকে তারা আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে ১০ কেজি গাঁজা ও বিক্রিতে ব্যবহৃত দুইটি মোবাইল উদ্ধার করা হয়। বুধবার সকালে তারা আটককৃত মাদক বিক্রেতাদের তালতলী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তালতলী থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওইদিন বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিনিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তালতলী থানার ওসি মোঃ শাহজালাল বলেন, মাদক বিক্রেতা দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মোঃ কামাল হোসেন বলেন, মাদক মামলার দুই আসামীকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।