বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

তালতলীতে সরকারী খাস জমি দখলের অভিযোগে মামলা

তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা এলাকার সরকারী খাস জমি দখলের অভিযোগ ভুমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার কড়াইবাড়িয়া ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা উছানী বাদী হয়ে তালতলী থানায় এনামুল হক মধু মুন্সিকে প্রধান আসামী করে ৩ জনের নামে মামলা করা হয়।

জানাগেছে, তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা এলাকার সরকারী খাস জমি স্থানীয় প্রভাবশালী এনামুল হক মধু মুন্সি, কামাল ফকির ও রেগান দখল করতে বালু ভরাট শুরু করেন। বিষয়টি জানতে পেরে কড়াইবাড়িয়া ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা উছানী তাদের কাজে বাঁধা দেন। কিন্তু তার বাঁধা উপেক্ষা করে তারা তালতলী উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার প্রভাব খাটিয়ে বালু ভরাট করেন। পরে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলমের নির্দেশে দখলদারদের বিরুদ্ধে ভুমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দেয়া হয়। এতে এনামুল হক মধু মুন্সিকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ এবং আরো ৫ জন অজ্ঞাত রেখে তালতলী থানায় মামলা করা হয়। ইউনিয়ন ভুমি কর্মকর্তা উছানী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

কড়াইবাড়িয়া ইউনিয়ন ভুমি উপ-সহকারী উছানী বলেন, সরকারী খাস জমিতে বালু ভরাট করে দখলের অভিযোগে মধু মন্সিসহ তিনজনের নাম উল্লেখ এবং ৫ জনের নাম অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ভুমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা হয়েছে। আসামী গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ