বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের পূজামণ্ডপে আবারো অনুদান দেয়া হয়েছে। সপ্তমীর দিনে সোমবার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মুঞ্জুরুল করিম রনির দেয়া অনুদানের অর্থ তুলে দেয়ার পর জেলার প্রধান পূজা মন্ডপ কালিবাড়ি দূর্গা মন্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে জেলা শহরের কালীমন্দিরে ১২৯টি পূজা মন্ডপের নেতৃত্বের হাতে এই অনুদান তুলে দেন গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে অ্যাডভোকেট ডঃ মোঃ শহীদুজ্জামান, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সুরুজ আহমেদ, ইদ্রিস আলী, কৃষকদল নেতা আতাউর রহমান, যুবদল নেতা সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, আজকে আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার নিয়ে এসেছি। তাঁর নির্দেশে পূজার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় আমরা প্রস্তুত রয়েছি। বিসর্জন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা মন্ডপে মন্ডপে অবস্থান নিয়ে পূজার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তায় কাজ করছে।