শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-১৮ আসনের সব মানুষের জন্য সকল অধিকার নিশ্চিত করবো: শেরীফা কাদের এমপি

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে যেনো কোন ভয় না থাকে। মানুষ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা নির্বাচনে শংকাহীন পরিবেশ চাই। আমরা চাই ভোটাররা যেনো তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে লাঙলের বিজয় সুনিশ্চিত। সরকার ও নির্বাচন কমিশনকে ভোটের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিজয়ী হতে পারলে রাস্তা ঘাট উন্নয়ন করবো, ঢাকা-১৮ আসনের সব মানুষের জন্য সকল অধিকার নিশ্চিত করবো। আমারা গণমানুষের সাথে আছি, কোন অপশক্তি আমাদের পথচলা রোধ করতে পারবে না।

আজ সোমবার দুপুরে উত্তরার জসিমউদদীন আরএকে টাওয়ার, উত্তরা টাওয়ার, নিগার প্লাজা, রাজলক্ষ্মী কমপ্লেক্স, কুশল সেন্টার, এইচএম প্লাজা, আমির কমপ্লেক্স ও রাজউক কমার্শিয়াল মার্কেট এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন শেরীফা কাদের এমপি।

নিউজফ্ল্যাশ/এসএ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ