রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর ঘটনা ‘দুঃখজনক’ : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিচারাধীন মামলাগুলো স্থগিত করার জন্য বিচারবহির্ভূত কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছু বৈশ্বিক বিশিষ্টজনের পাঠানো চিঠিকে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এটি বাংলাদেশ সরকারের নজরে এসেছে যে রাজনৈতিক নেতৃবৃন্দসহ একদল আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং কিছু বাংলাদেশী নাগরিক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

এতে বলা হয়েছে, খোলা চিঠিটি তথ্যের সুস্পষ্ট ফাঁক দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর। এটি সরকারের কাছে বিস্ময়কর যে, চিঠিতে স্বাক্ষরকারীরা ইতোমধ্যেই বিচারাধীন মামলার যোগ্যতা এবং বিচারিক কার্যক্রমের ফলাফল সম্পর্কে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছেছেন।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ পেনাল কোড এবং অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্ট, ২০১২ এর সুনির্দিষ্ট বিধানের অধীনে এরকম একটি মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ