বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. ইউনূসকে ৫ মার্কিন আইনপ্রণেতার চিঠি, অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের তাগিদ

অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য (কংগ্রেসম্যান)।

‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির’ ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পাঁচ কংগ্রেস সদস্যদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিকস প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য। বিল হুইজেনগা ও সিডনি কমলাগার-ডোভ যথাক্রমে প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে।

বাংলাদেশের একটি জাতীয় সংকটের সময়ে অন্তর্বর্তী সরকার হাল ধরতে এগিয়ে আসায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তারা। চিঠিতে ৫ আইনপ্রণেতা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন ধারার রাজনৈতিক দলকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে দেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবে। পাশাপাশি সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা ফিরিয়ে আনবে।

তবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে তা সম্ভব হবে না- এমন আশঙ্কা ব্যক্ত করেন ওই পাঁচ মার্কিন আইনপ্রণেতা।

চিঠিতে আরও বলা হয়, সংগঠন করার স্বাধীনতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সামষ্টিক নয় বরং ব্যক্তির, এটাই মৌলিক মানবাধিকার। যারা অপরাধ করেছে অথবা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা না নিয়ে একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করে ফেলার সিদ্ধান্তটি এই নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ