মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডোনাল্ড ট্রাম্পকে আ.লীগের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ অভিনন্দন বার্তা দিয়েছেন।

অভিনন্দন বার্তায় বাহাউদ্দিন নাছিম বলেন, ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আমরা আশা করি। তার নেতৃত্বেই বিশ্বে সকল যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসবে।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা ডোনাল্ড ট্রাম্প তার টুইটার বার্তায় বিশ্ববাসীকে জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইটবার্তায় বিভিন্ন দিক তুলে ধরেছিলেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে আর নির্যাতিত না হয় সে বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ নিবেন বলে আমরা প্রত্যাশা করছি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে অগ্নিসংযোগ, হামলা, গায়েবি মামলা, গ্রেফতার ও অগণিত হত্যা করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ দখলদার। শীঘ্রই বাংলার মাটিতে সকল অবৈধ দখলদারিত্ব শেষ হয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই অপেক্ষায় আছে জনগণ। সবাইকে নিজ নিজ জায়গায় থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সতর্ক থাকার আহ্বান জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

উল্লেখ্য, ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ