শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে। ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে আত্মপ্রকাশ করা এই দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন রফিকুল আমীন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী আয়োজনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ছাড়াও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

দলের ঘোষণাপত্র পাঠকালে রফিকুল আমীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশের মানুষ এখনও বৈষম্য ও বঞ্চনার শিকার। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন দলটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং অফিস-আদালতে ডিজিটাল ব্যবস্থার প্রবর্তনসহ সময়োপযোগী বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব।’

আহ্বায়ক রফিকুল আমীন দাবি করেন, তাদের দল মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব দেবে, আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে এবং দেশে রাজনৈতিক চেতনার জাগরণ ঘটাবে।

দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, ‘রাজনৈতিক সচেতনতা ছাড়া দেশে ফের স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে। আমরা অতীতে আওয়ামী স্বৈরাচারকে বিদায় দিয়েছি, ভবিষ্যতেও কাউকে স্বৈরাচার হতে দেব না।’

দলের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি গণমুখী, রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে গঠিত সংগঠন হিসেবে কাজ করবে, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণই হবে মূল শক্তি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ