অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ মে) বিকেলে কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুয়াকাটা পৌর আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। একাধারে তিনি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সর্বশেষ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপালন করে। তিনি কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে। পরবর্তী আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।