বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিরেক্টরস গিল্ড আমাকে নিষেধাজ্ঞা দেয়ার কে: চমক

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক জানিয়েছেন, ডিরেক্টরস গিল্ড তাকে নিষেধাজ্ঞা দেয়ার কে? ডিরেক্টরস গিল্ড বেশি বাড়াবাড়ি করলে পদক্ষেপ নেবো।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত চলমান থাকবে বলে সংগঠনটির পক্ষে থেকে জানানো হয়।

তবে এই নিষেধাজ্ঞাকে মোটেও মানছেন না অভিনেত্রী চমক। এমনকি তার কাজে কোনোভাবে প্রভাব ফেলবে না সংগঠনটি―এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘টেলিভিশন প্রগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছেন। ডিরেক্টরস গিল্ডস আমাকে নিষিদ্ধ করার কে। তারা তো আদালত না যে খুশিমতো রায় দিয়ে দেবেন। তারা কতজন? আমি যাদের সঙ্গে কাজ করার করছি।

যাদের সাথে কাজ করার তাদের সাথে আমি কাজ করছি, সামনেও করব।’
অভিনেত্রী চমক বলেন, ‘আমাকে অভিনয়শিল্পী সংঘ নিষিদ্ধ করতে পারে। নিষিদ্ধ করার ডিরেক্টরস গিল্ড কে? ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত নয়। এটা নিয়ে সামনে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে তাহলে পদক্ষেপ নেব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ