কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেয়ার অভিযোগে এবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা-সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামের এক নারীকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।
সুমাইয়া জাফরিন স্বামীর সঙ্গে ওই প্রশিক্ষণে অংশ নিতেন বলেও অভিযোগ রয়েছে।
গত ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কে বি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক হয়। এ ঘটনায় ১৩ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় গ্রেফতার ২২ জন বর্তমানে কারাগারে আছেন।