ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা ও পরামর্শ দেবেন।
ডিআরইউ’র কল্যাণ সম্পাদক রফিক মৃধা বলেন, ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১০টায় ক্যাম্প শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে। ডিআরইউ সদস্য এবং তাদের পরিবারের (স্বামী/স্ত্রী ও সন্তান) সদস্যরা ক্যাম্পে উপস্থিত হয়ে এ সেবা নিতে পারবেন।
তিনি বলেন, যেহেতু ডিআরইউ পেশাদার রিপোর্টারদের সংগঠন। এখানে কর্মরতদের পেশাগত দায়িত্ব পালনের কারণে, বেশিরভাগ সময়ই নিজের দিকে দৃষ্টি দেয়ার সময় হয়না। তাই, সদস্যদের এই দূর্বলতার দিকটি চিন্তা করেই সংগঠনের পক্ষ থেকে এই ধরণের ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
একইসঙ্গে তিনি, ক্যাম্পে অংশগ্রহণ করতে আগ্রহী চিকিৎসক ও টেকনোলজিস্টদের ধন্যবাদ জানান।
ডিআরইউ ১৯৯৫ সালে যাত্রা শুরু করে।এটি দেশী এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় কর্মরত রিপোর্টারদের সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২০০০।