শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিআরইউর নতুন সভাপতি আকন, সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।

৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। ৪৯৬ ভোট পান সাবেক সভাপতি মুরসালিন নোমানী। সহসভাপতি পদে ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন গাযী আনোয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দী ওসমান গনি বাবুল পান ৫৯৫ ভোট।

সাধারণ সম্মাপদক পদে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন মাইনুল হাসান সোহেল। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬৪ ভোট পারন শাহনাজ শারমীন। ২৮৯ ভোট পান আব্দুল্লাহ আল কাফি।

৭২৩ ভোট পেয়ে যুগ্ন সম্পাদক নির্বাচিত হন নাদিয়া শারমিন। অপর প্রতিদ্বন্দ্বী জাফর ইকবাল পান ৬৪৪ ভোট। ৫৫০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল হাই তুহিন। এই পদে দ্বিতীয় সর্বোচ্চ ৪২৬ ভোট পান এম এম জসিম।

৬৮৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হন রফিক রাফি। অপর প্রতিদ্বন্দ্বী কিরন শেখ পান ৬৫৬ ভোট। ৯০৭ ভোট পেয়ে নারী সম্পাদক নির্বাচিত হন রোজিনা রোজী। অপর প্রতিদ্বন্দ্বী ফারহানা হক নীলা পান ৪০১ ভোট।

শনিবার সকাল ৯টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। সন্ধ্যার পর জানা যায় নির্বাচনের ফলাফল।

নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী নির্বাচন করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৪৪ জন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ