মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। আজ শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এ ইজতেমা শুরু হয়।

দুপুরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে স্মরণকালের বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের তাবলীগের মুরব্বি মাওলানা হাফেজ জোবায়ের আহমদ। রোববার দুপুরের আগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমপর্ব। এদিকে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে আরো একজন মুসল্লী মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরের আগেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা, সড়ক ও ভবন কানায়-কানায় ভরে যায়। ইজতেমা মাঠে তিন দিন অবস্থান এবাদত বন্দেগী কিভাবে করবে সেসব বিষয় দিক নির্দেশনামূলক বয়ান তালিমি বয়ান গতকাল বৃহস্পতিবার জোহর নামাজের পর থেকেই শুরু হয়।

সকাল পর্যন্ত ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, চাঁদ, তিরজিকিস্থান তুরস্ক, আফগানিস্তান, প্যালেস্টাইন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অর্ধ-শতাধিক দেশের দুই হাজারের বেশি বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে উঠেছেন। ময়দানে বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন তাবলীগের দেশী-বিদেশী মুসল্লিগণ।

বাংলাদেশের মাওলানা রবিউল হক বাদ জোহর তালিমি বয়ান করেন। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা ফারুক, বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জোবায়ের আহমদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ