রাজধানীর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান ও ‘শেখ হাসিনা দেশে ফিরে আসবেন’ বলায় গণপিটুনি শিকার হয়েছেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।
শহীদ নূর হোসেনকে স্মরণ ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনপ্রতিষ্ঠা’র দাবিতে আজ বিকালে জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
অপরদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত ও দলটির বিচারের দাবিতে একইস্থানে দুপুরে গণজমায়েতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
সকাল থেকে তাই জিরো পয়েন্টে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা আওয়ামী লীগ বিরোধী বিরোধী মিছিল করেন। তাদের ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির নেতা-কর্মীরা।
তবে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের।