বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেসমিনের মৃত্যুতে র‌্যাবের তদন্ত কমিটি গঠন

নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি করেছে র‌্যাব সদর দপ্তর। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র খন্দকার আল মঈন।

তিনি বলেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেয়া হবে।

র‌্যাবের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে জেসমিন। তার থেকে মোবাইল উদ্ধারের পর একটি কম্পিউটারের দোকানে নিয়ে আলামতগুলো প্রিন্ট করা হয়। পরে সেখান থেকে থানায় নেয়ার সময় অসুস্থ বোধ করলে জেসমিনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে পরিবারের সহযোগীতায় দুদিন চিকিৎসা চলে তার। সেখানেই মারা যায় সে।

র‌্যাব জানায়, ১৯ ও ২০ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের নাম-পদবী ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ নেয় আলামিন ও তার সহযোগী জেসমিন। এতথ্য জানতে পেরে তিনি ২২ মার্চ র‌্যাবের টহল টিমের কাছে অভিযোগ করেন।

পরে র‌্যাবের টিম যুগ্মসচিব এনামুল হকের সামনে সুলতানা জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নওগাঁয় র‌্যাবের হাতে আটকের পর ২৪ মার্চ ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী জেসমিনের মৃত্যু হয়। অভিযোগ উঠে র‌্যাবের নির্যাতনেই মৃত্যু হয় তার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ