বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলা, নিহত ২

জার্মানিতে বড়দিনের মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৮ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এলাকার বড়দিনের ব্যস্ত মার্কেটে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেয় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন। আহত হন বেশ কয়েকজন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

হামলার পরপর দ্রুত অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে সামান্য দূরে হামলাকারীর গাড়ি থামিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। হামলায় ব্যাবহৃত গাড়িটিকে জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, হামলাকারী ৫০ বছর বয়সি এক সৌদি নাগরিক। তিনি ২০০৬ সালে জার্মানিতে আসার পর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এই হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর, দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ অঙ্গরাজ্যটির মিনিস্টার প্রেসিডেন্ট রাইনার হাজেলফ ও দেশটির রাজনৈতিক নেতারা।

হামলার ঘটনায় এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। হামলায় প্রবাসী বাংলাদেশিরা হতাহত হননি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা।

এর আগে ২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনের একটি বড়দিনের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে লরি হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে তিউনিসিয়ার বংশোদ্ভূত রাজনৈতিক আশ্রয়প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ