জামালপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় মেডিসিন উদ্ধার করা হয়েছে। জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনা এ অভিযান চলে।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ৭ অক্টোবর সন্ধ্যায় মাদক ও
চোরা চালানের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করা হয়। এতে বাঘারচ বিওপির টহল দল সীমান্ত পিলার ১০৭৫/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মাখনেরচর নামক স্থান হতে ভারতীয় ওষুধ ২০৪০ পিস উদ্ধার করে। জব্দকরা ভারতীয় ওষুধের বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি করা হয়। এসব ওষুধ ধ্বংস করতে ব্যাটেলিয়ান সদরে জমা করা হয়েছে।
বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদকের বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধ কল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটেলিয়ান ৩৫বিজিবি।