বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৌরসভা সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ। এসময় বক্তারা তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত হোসেন কোক সহ নিহত বিএনপির সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রমজান আলী। আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।