শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাপানে রানওয়েতে চলন্ত বিমানে আগুন, নিহত ৫

জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে চলন্ত বিমানে আগুন লেগেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়।

বিমানবন্দরে কোস্টগার্ডের একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগার পর যাত্রীবাহী ওই প্লেনটিতে আগুন ধরে যায়। এতে কোস্টগার্ডের বিমানে থাকা পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাপানের এনএইচকে টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে আগুনের দৃশ্য দেখা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত এই টিভি চ্যানেল বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন ছড়িয়ে পড়ার আগেই ক্রুসহ ৩৭৯ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। কিয়োডো নিউজের খবরে বলা হয়েছে, বিমাটিতে আটজন শিশু ছিল। নিহত পাঁচজন কোস্টগার্ড বিমানে ছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানওয়েতে চলার সময় বিমানের জানালা দিয়ে আগুন বের হতে দেখা যায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি প্লেনের সঙ্গে ওই যাত্রীবাহী প্লেনটির ধাক্কা লাগতে পারে।

জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, যাত্রীবাহী বিমানটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে ছেড়েছিল।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে রানওয়ানে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আগুন নির্বাপক কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।

এর আগে জাপান সাগরের নোটো অঞ্চলে সোমবার রাতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। একদিনে ভূকম্পন অনুভূত হয়েছে ১৫৫ বার। ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। বাড়তে পারে মৃতের সংখ্যা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ