বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মানবাধিকার রক্ষায় প্রতিটি ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন। জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রপতির কাছে এর বার্ষিক রিপোর্ট-২০২২ইং পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের যে কোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে, সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তিনি সকল মানবাধিকার লংঘনের ঘটনার ফলোআপ কার্যক্রম অব্যাহত রাখারও তাগিদ দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৯মে) রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এমনভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে জনগণ কমিশনের কার্যক্রম ও গুরুত্ব বুঝতে পারেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, প্রতিনিধিদল প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বিক কর্মকান্ডের প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ