বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। প্রথম দিনে শিশু আনন্দ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সদস্যদের ছেলে-মেয়েদের জন্য দুইদিনের শিশু আনন্দ মেলা শুরু হয়। আনন্দ মেলার প্রথম দিন সকালে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেলে আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এদিকে বেলা ১১টায় আব্দুস সালাম হলে (তৃতীয় তলা) ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রথম দিনে দাবা প্রতিযোগিতায় অতিথি ছিলেন আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ। আগামীকাল এয়ারগান প্রতিযোগিতা, ১৫ ও ১৬ অক্টোবর সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী, ১৬ অক্টোবর বিকেলে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৭ ও ১৮ অক্টোবর সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা এবং ২০অক্টোবর ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, আবদাল আহমেদ, মোহাম্মদ মোমিন হোসেন, সীমান্ত খোকন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ