বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদের দিন বিকেল ৪টায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। 

রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদের দিন বিকেলে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। 

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত ছিল সকাল সাড়ে ৮টায়। সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষও ঈদগাহের প্রধান জামাতে অংশ নিয়েছেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করেন। ক্বাবি হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান। 

প্রধান ঈদ জামাত ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্য়বেক্ষণ করে আশ্বস্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ