রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়করনের দাবিতে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক পর্যায়ের এমপিওভূক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করনের ১ দফা দাবিতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জুনায়েদ হোসেন খান, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজুল ইসলাম এবং পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী প্রমূখ।

এ সময় বক্তারা সম্মিলিত ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজিত জাতীয়করনের লাগাতার আন্দোলনে যোগ দেয়ার লক্ষ্যে ঐক্যমত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ