শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিকে অস্থিরতায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: মির্জা ফখরুল

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকশাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো- জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো- এমন কোনো কথাবার্তা বললেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই। এখনো করি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব।

তিনি বলেন -বাংলাদেশের চলমান সকল অব্যবস্থাপনা দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘোষিত ৩১ মাধ্যমেই সমাধান সম্ভব। তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ কর্মসূচি দেশের মানুষকে জাগ্রত করেছিলো। তাই তিনি (তারেক রহমান) দেশের সকল মানুষের সহযোগিতা নিয়ে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে চান।যার মাধ্যমে দেশের সকল নাগরিক একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার পাবেন।

এসময় তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জের মানুষকে আমি শ্রদ্ধা এবং ভালোবাসি, কেননা আপনারা আওয়ামী লীগের ১৬বছরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গুম,খুন ও নির্যাতিনের স্বীকার হয়েও প্রিয় দলকে ত্যাগ করেননি।আজকের জনসভায় উপস্থিতি তার প্রমান ।তাজুল ইসলাম লাকসাম -মনোহর গঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি বলেন -শেখ হাসিনা অবৈধ ভাবে ক্ষমতায় থাকতে গিয়ে, দেশের সকল সেক্টরকে ধ্বংশ করেছে।বিএনপির ৬০লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও পুঙ্গু করেছে। তাই দেশের সর্বস্থরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ