শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জর্জিনাকে স্ত্রী বলে সম্বোধন করলেন রোনালদো

গ্লোব সকারের ৬ বারের বর্ষসেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বর্ষসেরা না হলেও দুটি পুরস্কার বগলদাবা করেছেন, মধ্যপ্রাচ্যের বর্ষসেরা হওয়ার পাশাপাশি পর্তুগিজ তারকা জিতেছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

পুরস্কার নিতে দুবাইয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন রোনালদো। মঞ্চে গিয়ে আল নাসর তারকা বলেন, ‘এই পুরস্কার জেতা আমার জন্য দারুণ সন্তুষ্টির। এখানে আমার বড় ছেলে আছে। স্ত্রীও উপস্থিত। খেলা চালিয়ে যাওয়ার জন্য সে আমাকে সব সময় প্রেরণা দিয়ে থাকে।’

শুধু এবার নয়, অতীতে আরও বেশ কয়েক বার জর্জিনাকে রোনালদো স্ত্রী বলে সম্বোধন করেছেন। গত আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর এক ভিডিওতে রোনালদো জর্জিনাকে স্ত্রী বলে ডাকেন। একই ভিডিওতে দেখা যায়, তাদের আঙুলে বাগদান-আংটি। যদিও তারা বিয়ে করেছেন বলে এমন কিছু এখনও জানা যায়নি। ২০১৬ সালে প্রণয়ে আবদ্ধ হওয়া এই যুগলও সেরকম কোনো নিশ্চয়তাও দেননি।

২০১৬ সালে প্রেমে পড়ার পর রোনালদো-জর্জিনার সংসারে এসেছে দুই সন্তান। তারও আগে পর্তুগিজ তারকা আরও তিন সন্তানের জনক হন। এর মধ্যে বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় তিনি কখনও প্রকাশ করেননি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ