সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ার অভিষেক বলিউডে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আজই বলিউডে অভিষেক হচ্ছে তার। শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। এর গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প। বলিউডে অভিষেক প্রসঙ্গে জয়া আহসান বলেন, এখন গ্লোবালাইজেশনের যুগ। বলিউড, টালিউড, ঢালিউড আলাদা কিছু না। যে কোনো দেশের যে কোনো ভাষায় কাজ করাটা এখন স্বাভাবিক, অনেকেই করছেন। আমি যদি প্রতিনিয়ত অনেক কাজ করতে পারি, অনেকদিন ধারাবাহিকতা বজায় রাখি— তখন বলতে পারব হ্যাঁ, আমি বলিউডেও কাজ করছি।

এখনই বলাটা… ইটস টু আর্লি।
এর আগে অনিরুদ্ধ জানিয়েছেন, তার পরের সিনেমাতেও দেখা যাবে জয়া আহসানকে। ‘কড়ক সিং’ এ জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাংঘি ও পার্বতী থিরুবতী প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ