বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়শঙ্করের ঢাকা সফর রাজনৈতিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।

তিনি এটিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে শিষ্ঠাচার ও সৌজন্যবোধ হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, তারপর চলে গেছেন। এটা একটা ভালো শিষ্ঠাচার, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা উচিত নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশীয় সব দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, জয়শঙ্করের সঙ্গে আমার কোনো একান্ত বৈঠক হয়নি, কিংবা দ্বিপাক্ষিক আলোচনার সুযোগও ছিল না। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকসহ অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ