বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জমিতে গাছ রোপন করায় কুপিয়ে জখম

জমিতে গাছ রোপন করায় আফজাল মৃধাকে (৩০) প্রতিবেশী হাসিনা বেগম ও সোকিনা বেগম কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আফজাল মৃধা এমন অভিযোগ করেছেন। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন স্থানে রবিবার সকালে।

জানাগেছে, উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন ২৩ শতাংশ জমিতে মোঃ মাকসুদুর রহমান ও তার চাচাতো ভাই আফজাল মৃধা বিভিন্ন প্রজাতির গাছ রোপন করছিল। ওই সময় প্রতিবেশী হাসিনা বেগম ও সোনিয়া বেগম গাছ রোপনে বাঁধা দেয়। তাদের বাঁধা উপেক্ষা করে তারা গাছ রোপন করায় ক্ষিপ্ত হয় তারা। পরে হাসিনা বেগম ধারালো অস্ত্র দিয়ে আফজাল মৃধাকে কুপিয়ে জখম করেছে। এতে তার বাম হাতের আঙ্গুল কেটে যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অপর দিকে হাসিনা বেগম মিথ্যা মামলা সাজাতে পরিকল্পনা করছেন বলে অভিযোগ করছেন মাকসুদুর রহমান।

প্রত্যক্ষদর্শী সেলিম গাজী, মাওলানা আব্দুল মান্নান, ওবায়দুল গাজী ও আলাউদ্দিন মৃধা বলেন, মাকসুদুর রহমান ও তার চাচাতো ভাই আফজাল মৃধা তাদের জমিতে গাছ রোপন করতেছিল। এমন সময় হাসিনা বেগম ও সোনিয়া বেগম তাদের গাছ রোপনে বাঁধা দেয়। তাদের কথা উপেক্ষা করে তারা গাছ রোপন করলে হাসিনা ধারালো অস্ত্র দিয়ে আফজাল মৃধাকে কুপিয়ে জখম করেছে। তারা আরো বলেন, হাসিনা বেগম বেশ দস্যু প্রকৃতির নারী। মানুষের জমি জোরপুর্বক ভোগদখল করাই তার কাজ। মাকসুদুর রহমানের জমি তিনি জোরপুর্বক দখল করতেই এমন ঘটনা ঘটিয়েছে।

আহত আফজাল মৃধা বলেন, আমার জমিতে আমি গাছ রোপন করতে গেলে হাসিনা বেগম আমাকে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

অভিযুক্ত হাসিনা বেগম কুপিয়ে জখমের কথা স্বীকার করে বলেন, আমার জমিতে গাছ রোপন করেছে তাই কুপিয়েছি। আপনার জমি এমন কি প্রমাণ আছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খান বলেন, আহত আফজাল মৃধার বাম হাতের আঙ্গুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ