বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা: অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তীকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের গোয়েন্দা বিভাগের লালবাগ জোনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে এই দু’জনকে নজরদারিতে রাখা হয়েছিল। তারা পুলিশ হেফাজত রয়েছেন।

শনিবার অবন্তীকার আত্মহত্যার ঘটনায় তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও শিক্ষক দ্বীন ইসলামকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এই দাবি পূরণ না হলে সোমবার ভাইস চ্যান্সেলরের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ার দেয়া হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অবন্তীকা শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে আটক দু’জনকে দায়ী করে আত্মহত্যা করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ