সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলেননি শেখ হাসিনা: আইনজীবী আমির হোসেন

ফাইল ফটো।

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীনে ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলেননি শেখ হাসিনা তার বক্তব্যের অপব্যবহার করা হয়েছে-এমন মন্তব্য করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানিতে এসব মন্তব্য করেন তিনি।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য এদিন ধার্য ছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার (১০ জুলাই)।

এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরাপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। যদিও সুযোগ থাকা শর্তেও মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন বা শুনানি করেননি সাবেক আইজিপির আইনজীবী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্যপ্রমাণে।

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উসকানি, প্ররোচণা, সম্পৃক্তাসহ ৫টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

শেষ হলো জুলাই-আগস্টে সংগঠিত মানবাতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি। তাদের বিচার শুরু হবে কি না, ১০ জুলাই সেই ফয়সালা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ