বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে পারে বাংলাদেশ: পররাষ্ট্র উপেদষ্টা

দেশে সামরিক ড্রোন কারখানা স্থাপনে যেকোনো দেশের সহায়তা বাংলাদেশ নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চীনের সহায়তায় সামরিক ড্রোন কারখানা স্থাপন চুক্তির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ যে কোনো দেশের সাহায্য নিতেই পারে, এতে অন্যের কিছু করার নেই।

দেশে আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন উৎপাদন, সংযোজন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জি-টু-জি (সরকারি পর্যায়ে) কাঠামোর আওতায় চীনের রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দফতরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে কোনো গন্ডগোল হচ্ছে না । যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারাই মূলত গন্ডগোলের কথা বলছে।

উপদেষ্টা আরও জানান, ভারত থেকে কোনো সাংবাদিক যদি নির্বাচন পর্যবেক্ষণ করতে আসতে চান, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসার ব্যবস্থা করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ