বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিড়িয়াখানার মাহুত আজাদ আলীর ১৭ বছর বয়সী ছেলে জাহিদকে একটি হাতি শুঁড় দিয়ে আছড়ে আহত করে। পরে তার মৃত্যু হয়। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাহুত আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে পড়লে হাতিটি অপরিচিত কিশোরকে আক্রমণ করে। পরে ওই মাহুত আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোরের গ্রামের বাড়ি মৌলভীবাজারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ