শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুর্ণিঝড় মোখার প্রভাব নেই: আবহাওয়া গুমোট থাকলেও জীবন যাত্রা স্বাভাবিক

উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীতে ঘুর্ণিঝড় মোখার কোন প্রভাবে পরেনি। রবিবার সকাল থেকে গুমোট আবহাওয়া বিরাজ করলেও মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক। শনিবার রাতে উপজেলা প্রশাসনের মাইকিং শুনে সাইক্লোণ সেল্টারে আশ্রয় নেয়া জনসাধারণ রোববার সকাল হওয়ার সাথে সাথে তারা বাড়ী ফিরে গেছেন। সাইক্লোণ সেল্টারে আশ্রিত মানুষ বাড়ী ফিরে গেলেও ঘুর্ণিঝড় মোখার তান্ডবের প্রতি তারা সজাগ ছিলেন বলে জানান সিপিপির টিম লিডার রিপন মুন্সি।

জানাগেছে, ঘুর্ণিঝড় মোখার ৮ নং মহাবিপদ সংকেতে উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীবাসী উৎকন্ঠায় রাত কাটিয়েছেন। উপজেলা প্রশাসনের মাইকিং শুনে শনিবার রাতে দুই শতাধিক মানুষ সাইক্লোণ সেল্টারে আশ্রয় নেয়। কিন্তু তারা রবিবার সকাল হওয়ার সাথে সাথে বাড়ী ফিরে গেছেন বলেন জানান সিপিপির স্বেচ্ছাসেবকরা। ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসনের বরাদ্দকৃত দুই উপজেলায় ২০ মেট্টিক টন চাল ও এক লক্ষ টাকার অধিকাংশই খরচ হয়নি বলে নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে।

বালিয়াতলী সাইক্লোণ সেল্টারে আশ্রয় নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মাইকিং শুনে সাইক্লোণ সেল্টারে আশ্রয় নিয়েছিলাম কিন্তু বন্যা হয়নি, তাই সকালে বাড়ী ফিরে এসেছি।
বালিয়াতলী গ্রামের সবুজ গাজী বলেন, রাতে ৫-৬ জন মানুষ সাইক্লোণ সেল্টারে এসেছিল। সকাল হওয়ার সাথে সাথে তারা বাড়ী চলে গেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমরা সতর্ক আছি। সর্বশেষ আবহাওয়া বার্তায় সন্ধ্যা পর্যন্ত উপকুলীয় অঞ্চলে ৮নং মহাবিপদ সংকেত বহাল আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ