সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা সংবাদ সম্মেলনে আ. লীগ নেতার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষ আমতলী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকনকে স্কুল শিক্ষক শহীদুল্লাহ ঘায়েলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার আওয়ামীলীগ নেতা কামাল আকন আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন কামাল আকন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম (কামাল ) আকন বলেন, আমতলী পৌরসভার চাওড়া মৌজার ১৪২ খতিয়াতে এক একর ৮ শতাংশ জমি রয়েছে। এ জমির মালিক আমার বাবা আব্দুল আজিজ আকন, চাচা মুনসুল আলী আকন, এছমাইল আকন ও আছমত আলী আকন। তিন চাচার সমুদয় জমি আমি ক্রয় করি। আমার বংশের কাছেম আকন আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে বসবাস করতেন। কিন্তু ১৪২ নং খতিয়ানে কাছেম আকনের কোন দখলদারিত্ব নেই। ২০১৭ সালে ওই জমির থেকে ১৯.৭৮ শতাংশ জমি কাছের আকনের অংশিদার দাবী করে ভুয়া রেকর্ডের মাধ্যমে দুলাল আকন, মশিউর রহমান আকন ও কেরামত আকন শহীদুল্লাহর কাছে বিক্রি করেন।ওই জমি আমার পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি হওয়ায় আমি ভোগ দখল করে আসছি। কিন্তু ওই জমি শহীদুল্লাহর দখলের চেষ্টা করেন। পরে আমি ২০২১ সালে আমতলী সহকারী জজ আদালত বরগুনায় মামলা দায়ের করি। আদালতের বিচারক আরিফুর রহমান উভয় পক্ষকে ওই বিরোধীয় জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেন। কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে শহীদুল্লাহ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ৬ আগষ্ট আমাকে হয়রানী করতে ওই জমিতে আমার তোলা ঘরে আগুন দেয়। পরে আমার বিরুদ্ধে অভিযোগ তোলে আমি ঘরে আগুন দিয়েছি। যা বাস্তবিক পক্ষে সঠিক নয়। আমি তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

শিক্ষক শহীদুল্লাহ বলেন, ওই জমি ও ঘর আমার। জমি দখল করতে আবুল কালাম আকন ও তার লোকজন ঘরে আগুন দিয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়টি জেনেছি। আদালতের আদেশ মতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ