রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জনের মধ্যে মো. শাহাদাত হোসেন (২৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাহাদাত হোসেনের শরীরের ৫২ শতাংশ পুড়ে যায়। এ দুর্ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট) মোছা. মরিয়ম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

দগ্ধদের মধ্যে মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬) ও মো. ইয়াছিন (১২) চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন বলেন, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন আগেই মারা গেছে। আজ চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন চারজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন।মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের এক শিশুসহ ছয়জন দগ্ধ হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ