ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৭ বছর চার মাস বয়সে এই পুরস্কার জিতে অনন্য নজির গড়েন স্প্যানিশ এই তারকা ফুটবলার।
সবচেয়ে কমবয়সি খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড গড়লেন ইয়ামাল। এই পুরস্কারটি দেওয়া হয় ২১ বছরের কমবয়সি ফুটবলারদের।
ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক ও আর্দা গুলেররা। জুরিদের দেওয়া ভোটে ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল।
টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়েছেন। ‘গোল্ডেন বয়’ পুরস্কারটিতে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা।
ইয়ামাল ‘গোল্ডেন বয়’ জিতেছেন বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।