বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ কাল

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। আগামীকাল শনিবার বেলা ১১টায় সেখানে বিএনপির গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই গণসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ খবর জানান।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ