গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা পর্যন্ত চলবে।
শুক্রবার (১৮ জুলাই) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটে মুহম্মদ কামরুজ্জামান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।
পরে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। এ ছাড়া দুই ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।
আজ শুক্রবার তা শনিবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে।
আজ (শুক্রবার) সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সকাল থেকেই আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়। গতকালের তুলনায় আজ সড়কে মানুষ বেশি দেখা গেছে।