বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুইমারায় চোলাই মদ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে নবীর ফলের দোকানের সামনে থেকে ২৭ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের মো. নুরুন্নবীর ফলের দোকানের সামনে থেকে ২৭ লিটার চোলাইমদ ও একটি বাজাজ মোটরসাইকেলসহ উথোয়াই মারমা(২৬) নামের ১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃত উথোয়াই মারমা গুইমারা উপজেলার হেডম্যানপাড়া এলাকার মংশে মারমার ছেলে।

আটকৃত উথোয়াই মারমার বিরুদ্ধে গুইমারা থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২৪(খ)/৩৮ মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই সুজন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ লিটার চোলাই মদ ও বাজাজ মোটরসাইকেলসহ একজনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ