শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুর সিআইডির হাতে ডাকাত গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে ডাকাত সরদার মনিরকে গ্রেফতার করেছে গাজীপুর সিআইডি। এ সময় তার হেফাজত থেকে ছয়টি ককটেল সহ ডাকাতির সরঞ্জাম ও লুণ্ঠনকৃত একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ শনিবার দুপুরে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিং হয়েছে।

এতে গাজীপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার মোঃ শাহেদ মিয়া জানান, গত ২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরশ্রম এলাকায় একটি বড় ধরনের ডাকাতি হয়। ডাকাতরা বাসার লোকজনের হাত-পা, চোখ- মুখ বেঁধে রেখে ও কয়েকজনকে মারধর করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন সহ আনুমানিক পৌনে ২৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানরত টিম শনিবার দিবাগত রাত দেড়টায় ঢাকার সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে ডাকাত সরদার মনিরকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ১টি লুণ্ঠিত মোবাইল, ৬টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট ও ১টি কাটার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে মনির ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও তার নামে ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে। সিআইডি তাকে এক সপ্তাহের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ