সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Stop Sexual abuse Concept, stop violence against Women, international women's day

গাজীপুরের কোনাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক দেলোয়ার হোসেন সাগর (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার বাসিন্দা।

অভিযোগ জানা গেছে, ভিকটিমের পরিবার গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত শিক্ষক সাগর নগরের কোনাবাড়ী থানার হরিনাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজী এর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টার পরিচালনা করতেন। ওই শিক্ষার্থী ২০২১ সালের জানুয়ারি মাসে ওই কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের ন্যায় গত ১৯ আগস্ট ভোর ৬টায় ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওইদিন ভোর সাড়ে ৬ টায় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন। জরুরি কথা আছে বলে ভিকটিমকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায়। রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি দেয়। এভাবে সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে হুমকি দিয়ে একাধিক বার ধর্ষণ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ জানান, ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার ২৩ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ