রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে সাফারি পার্ক পরিদর্শনে পরিবেশ ও বন উপদেষ্টা

গাজীপুর সাফারি পার্কে সাধারণ প্রাণি নিরাপদ কিন্তু দুর্লভ প্রাণি চলে যাওয়ার ঘটনায় প্রশ্ন রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে অনেক ধরনের পশুপাখি রয়েছে, যাদের কিছু সাধারণ, কিছু দুর্লভ। এখানে সাধারণ প্রাণিগুলো নিরাপদ কিন্তু দুর্লভ প্রাণি চলে যাচ্ছে, এটা একটা বিরাট প্রশ্ন। দুর্লভ তারাই নেবেন, যারা বিষয়টি জানে এবং বোঝে। তারমানে এখানে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে কিনা তা আমাদের খতিয়ে দেখতে হবে এবং তা ভেঙে দিতে হবে।

বুধবার দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলছেন।

সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় আরো বলেন, সাফারি পার্কের পুরোটাই সুরক্ষিত করতে হবে। এখনে সিসিটিভি রাখতে হবে। তবে বাংলাদেশের বাস্তবতায় দেখা গেছে, যেদিন অপরাধ ঘটে সেদিন সিসিটিভি ক্যামেরা কাজ করে না। এজন্য মনিটরিংটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বনবিভাগের লোকবল নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। এক দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া চূড়ান্ত হবে। সাফারি পার্কের কর্মকর্তাদের অবশ্যই আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আর প্রাণীগুলো দেখে যেন মানুষের মনে হয়, তারা ভাল আছে সেজন্য আমাদের নিজস্ব যে চিকিৎসা ব্যবস্থা আছে তার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সংযোগ ঘটিয়ে দিচ্ছি। ইতোমধ্যে বিশেষজ্ঞ দল পরিদর্শনে এসে কিছু সাজেশন দিয়ে গেছেন।

উপদেষ্টা সাফারি পার্কের কোর সাফারি জোনসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন কালে তার সঙ্গে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ